
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই, বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর বাজারের গরুহাট্টায় এ জনসভার আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আনিসুল হক।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রহমত।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দন পীর, লাল মিয়া, ইকবাল হোসেন মন্টু, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ,উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মিসর আহমেদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ,বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু প্রমুখ।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]