সাংবাদিতার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৪:৫১
সাংবাদিতার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিগত সরকারের আমলে নিয়ন্ত্রিত সাংবাদিকতা ছিল। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডেইলি স্টার ভবনে গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সেখানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।


আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব বলেন, ‘বিগত সরকারের আমলে নিয়ন্ত্রিত সাংবাদিকতা ছিল, স্বাধীন সাংবাদিকতার মৌলিক কাজগুলো অন্তর্বর্তী সরকার সম্পন্ন করেছে।’


প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার ৪ মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। বারবার ঘুরে ফিরে আসে মুক্ত সাংবাদিকতা উত্তরণের পথ। এ সময় আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা।


সাংবাদিকরা বলেন, বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এজন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেন তারা।


এ সময় অনেক সাংবাদিকের নামে হত্যা মামলার সমালোচনা করেন অনেকেই। গণমাধ্যম কমিশনের দেয়া সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি করেন তারা।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার সম্পন্ন করেছে। বিগত সরকারের আমলে কী ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকার।’


তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা শুরুর বেতন ন্যুনতম ৩০ হাজার টাকা হওয়া দরকার।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com