শিরোনাম
বনানীতে প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৭:৪০
বনানীতে প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তির এই যুগে প্রযুক্তির মাধ্যমে রোগির উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি, ল্যাব ও ইমেজিংসহ সকল ধরনের ডায়াগনোস্টিক সেবা দিতে প্রাভা হেলথের প্রথম ফ্যামিলি হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার রাজধানীর বনানীতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রাভা হেলথ কেয়ার সেন্টারে উদ্বোধন করেন প্রাভার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিলভানা কিউ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাভাসহ যেসব উদ্যোক্তা স্বাস্থ্যখাতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে আমি তাদের ধন্যবাদ জানাই। এছাড়াও বাংলাদেশ অন্তর্ভুক্তির দিকে যাচ্ছে। এক্ষেত্রে নারী নেতৃতে প্রাভা যে অনন্য নজির স্থাপন করেছে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রাভা যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে ডাক্তারদের যুক্ত করেছে। আমি তাদের এ উদ্যোগ নিয়ে বিশেষভাবে রোমাঞ্চিত।’


বনানীর প্রাভা হেলথ কেয়ার সেন্টার প্রথম কোনো হেলথ সেন্টার যেখানে পারিবারিক ডাক্তারের সাথে পরামর্শের সুযোগের পাশাপাশি ল্যাব ও ইমেজিংসহ বিস্তৃত পরিসীমার ডায়াগনোস্টিক সেবা রয়েছে। মাইক্রোসফট বাংলাদেশের বিজস্পার্ক পার্টনার প্রাভা প্রযুক্তির মাধ্যমে রোগির আরও উন্নত সেবা নিশ্চিত করছে।


অনুষ্ঠানে জাবিল রহমান সিনহা বলেন, ‘সঠিক ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া মানুষ হিসেবে আমাদের মৌলিক অধিকার। প্রতিটি রোগির যত্ন ও সম্মানের সাথে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। আমার নিজের অভিজ্ঞতাই আমাকে এমন একটি ফ্যামিলি হেলথ সেন্টারের চিন্তা করতে বাধ্য করেছে যেখানে চিকিৎসক ও রোগির মধ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও আস্থার সম্পর্ক থাকবে। প্রাভা প্রযুক্তি ব্যবহার করে রোগির আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিৎ করতে এবং চিকিৎসা প্রাপ্যতার সুযোগের উন্নয়নের পরিকল্পনা করছে। যা বাংলাদেশিদের জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। প্রযুক্তি ডাক্তারের অবস্থা নিয়ে নিতে পারবে না কিন্তু প্রযুক্তি আপনার এবং আপনার পরিচর্যা টিমের সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যবস্থাগত পরিচালনায় সহায়তা করবে।’


মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসোনিয়া বশির কবির বলেন, ‘স্বাস্থ্যখাতে প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এটা খুবই আশাব্যঞ্জক যে নারী নেতৃত্বাধীন স্টার্টআপগুলো রোগির অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে রূপান্তরিত করতে স্বাস্থ্যসেবায় প্রযুক্তি ব্যবহার করছে। প্রাভার রোগিরা তাদের মেডিকেল রেকর্ড দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে। পাশাপাশি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবে। এমনকি তাদের স্ক্যান রিপোর্টগুলো বিশ্বজুড়েই রেডিওলজিস্টরা পর্যালোচনা করবেন।’


অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অ্যাকমি ল্যাবরেটরিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিল রহমান সিনহা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার এবং টুইটারের সাবেক প্রধান বিজ্ঞানী ড. আবদুর চৌধুরী।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com