শিরোনাম
টক টাইম লোনে দুই দফায় ভ্যাট কাটা বেআইনী
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১২:১৮
টক টাইম লোনে দুই দফায় ভ্যাট  কাটা  বেআইনী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মোবাইলে একবার রিচার্জে গ্রাহকদের কাছ থেকে দু’দফায় ভ্যাট কেটে নেয়াকে সম্পূর্ণ বেআইনী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ।


এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের মুঠোফোন গ্রাহকের ৮০ ভাগই ৩০ থেকে ৫০ টাকার টক টাইম রিচার্জ করে থাকেন। আর এই বিপুলসংখ্যক গ্রাহকই জরুরি প্রয়োজনে ব্যালেন্স শেষে অপারেটরদের কাছে থেকে টক টাইম লোন নিয়ে থাকে। সাধারণত যেকোন রিচার্জ করার সময় স্বয়ংক্রিয়ভাবে ১৫% ভ্যাটসহ সরকারি সকল চার্জ কর্তন করা হয়। একজন গ্রাহক যখন ১০, ১২, ১৫ বা ৩০ টাকা লোন গ্রহণ করে কিছুক্ষণ পর ওই গ্রাহক ৫০ বা ১০০ টাকার রিজার্চ করলে দেখা যায় তার ব্যালেন্স থেকে লোন কর্তন করার সময় ১৫% ভ্যাট কর্তন করা হয়েছে। অর্থাৎ একই রিচার্জ থেকে অপারেটররা দু’দফায় ভ্যাট কর্তন করলো। গ্রাহকরা এ নিয়ে প্রায়ই রিজার্চকারীদের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হন।’


মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে এভাবে দু’দফায় ভ্যাট কর্তন করা সম্পূর্ণ বেআইনী। আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখ্যা ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’



বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com