শিরোনাম
হোটেলে ভেজাল খাদ্য বন্ধে চালু হলো ই-মোবাইল কোর্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ১৮:১৪
হোটেলে ভেজাল খাদ্য বন্ধে চালু হলো ই-মোবাইল কোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাদেশের হোটেলগুলোতে প্রতিদিনই ঘটছে নানান ধরণের অপরাধমূলক ঘটনা। এসব অপরাধমূলক কর্মকাণ্ড ও ভেজাল খাদ্য বিক্রি বন্ধ করতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্প।


উদ্যোগটি হলো আধুনিক প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ ই-মোবাইল কোর্ট। এখানে খাদ্যের ভেজাল সংক্রান্ত যে কোনো বিষয়ের অভিযোগ নিঃসংকোচে জানানো যাবে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীর নাম পরিচয় গোপন রেখে সমস্যাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।


জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তথা রূপকল্প-২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করছে।


এরই ধারাবাহিকতায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যমান সকল এক্সিকিটিভ আদালতের কার্যক্রমকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে ‘আদালত’ নামক একটি ফ্রেমওয়ার্ক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। এই ফ্রেমওয়ার্কের একটি অংশ হলো মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম।


যে কোনো বিষয়ে অভিযোগ করতে যেতে হবে : www.ecourt.gov.bd এই লিংকে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com