শিরোনাম
বক্তৃতায় জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দকে স্মরণ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৭, ১১:২২
বক্তৃতায় জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দকে স্মরণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্র স্মরণে গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‘জ্যোতিঃপদার্থবিজ্ঞান: পরিচিতি এবং গবেষণার ক্ষেত্র’শীর্ষক শিরোনামে অনুষ্ঠানে বক্তৃতা করেন গবেষক সৈয়দা লামমীম আহাদ।


বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ও ইউনিভার্স অ্যাওয়্যারনেসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।


অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা জ্যোতিঃপদার্থবিজ্ঞান। কিন্তু এই শাখাটি কী কী ক্ষেত্র নিয়ে কাজ করে তা অনেকেরই অজানা। মহাবিশ্ব ও এর প্রতিটি বস্তুর উৎপত্তি ও বিবর্তনকে পদার্থবিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানীরা।


সৈয়দা লামমীম আহাদ দর্শকদের সামনে তার বর্তমান কাজের অভিজ্ঞতার আলোকে এসব ব্যাখ্যা করেন। এছাড়াও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের গবেষণার বিভিন্ন ক্ষেত্র নিয়েও তিনি কথা বলেন। বাংলাদেশ থেকে আরো অনেকে এই ক্ষেত্রে আসবে, কাজ করবে এবং বাংলাদেশ থেকেও রাধাগোবিন্দ চন্দ্রের মতো আরো অনেক সফল জ্যোতির্বিজ্ঞানী তৈরি হবে—এই আশাবাদ ব্যক্ত করে তিনি তাঁর বক্তৃতা শেষ করেন।


বক্তৃতা শেষে তিনি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড. রেজাউর রহমান।


উপমহাদেশের অন্যতম বিখ্যাত জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্রের জীবন এবং জ্যোতির্বিজ্ঞানে তার অসাধারণ কাজের স্মরণে ২০০৯ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এই বক্তৃতাটি আয়োজন করে আসছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com