শিরোনাম
আরো ১০ পৃথিবীর সন্ধান পেলো নাসা
প্রকাশ : ২২ জুন ২০১৭, ০৫:০৬
আরো ১০ পৃথিবীর সন্ধান পেলো নাসা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এই ব্রহ্মাণ্ডে যে আমরা একা নই, সেই বিশ্বাস আরো জোরালো করলো নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। আমাদের এই নীলাভ গ্রহটির মতোই পাথুরে আরো ১০টি পৃথিবী’র খোঁজ মিললো। সোমবার নাসার তরফে তা ঘোষণা করা হয়েছে। আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা সদ্য খোঁজ মেলা ১০টি পৃথিবী’র। আর সেই ১০টি পৃথিবী’ই তাদের নক্ষত্র বা তারা থেকে রয়েছে ঠিক সেই দূরত্বে, যেখানে থাকলে সেগুলি বাসযোগ্য হতে পারে। সেগুলিতে প্রাণ থাকতে পারে। আর জল তরল অবস্থায় থাকতে পারে সেই গ্রহগুলির পিঠে বা সারফেসে। নক্ষত্র থেকে কোনও গ্রহের সেই দূরত্বকে বলে ‘গোল্ডিলক্‌স জোন’।


নাসার তরফে জানানো হয়েছে, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে দুই লক্ষ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে সন্ধান মিলেছে ২১৯টি ভিন গ্রহের। আর সেই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। আর সেগুলি রয়েছে গোল্ডিলক্‌স জোনে। এই নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিন গ্রহের খোঁজ পেলো কেএসটি। তাদের মধ্যে এ বারের ১০টিকে নিয়ে পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ গ্রহের সংখ্যা দাঁড়াল ৪৯টি। সূত্র : আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com