বাংলাদেশের বাজারে
আসছে ৫১২ জিবির স্টোরেজসহ স্টাইলিশ অনার এক্স৮সি ফোন
প্রি-বুকিং শুরু ২১ এপ্রিল
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
আসছে ৫১২ জিবির স্টোরেজসহ স্টাইলিশ অনার এক্স৮সি ফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনার এক্স৮সি ফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে স্টাইলিশ একইসাথে অত্যাধুনিক ডিভাইসের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শীঘ্রই বাংলাদেশের বাজারে এই স্টাইলিশ স্মার্টফোন নিয়ে আসবে অনার। স্টাইল, স্থায়িত্ব (ডিউরেবিলিটি) ও উন্নত ফিচারের মিশেলে তৈরি করা এই ফোনের ডিজাইন ইতোমধ্যেই বিশ্বব্যাপী ফ্যাশন সচেতন ও ট্রেন্ডসেটারদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের বাজারেও সাড়া ফেলতে প্রস্তুত অনারের এই নতুন ফোন।


নান্দনিকতার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনার।


“দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার” হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের বৈচিত্র্যময় স্টাইল ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এই ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে নিয়ে আসা হয়েছে -- মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।


অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং আগামীকাল ২১ এপ্রিল থেকে শুরু হবে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিংয়ের তারিখ থেকে অনারের এক্সপেরিয়েন্স শপে সরাসরি ডিভাইসটি ব্যবহার করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।


আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://smart-honor.com।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com