শিরোনাম
রংপুরে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৯:০২
রংপুরে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রবি-এয়ারটেল একীভূত হওয়ার অংশ হিসেবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় মঙ্গলবার থেকে নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শুরু করেছে রবি আজিয়াটা লিমিটেড।


প্রতিষ্ঠানটি জানায়, রবি ও এয়ারটেল গ্রাহকদের সেরা নেটওয়ার্ক দিতে তরঙ্গ, বিটিএস ও অন্যান্য টেলিযোগাযোগ নেটওয়ার্ক অবকাঠমোরও সমন্বয় করা হবে। আরও মানসম্মত নেটওয়ার্কটি উপভোগ করতে এয়ারটেল গ্রাহকদের মাত্র দুটি পদক্ষেপ নিতে হবে।


প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল/এয়ারটেল টুজি/এয়ারটেল থ্রিজি/৪৭০০২/রবি থ্রিজি/ রবি আজিয়াটা/বিজিডি রবি/একটেল (হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল) লিখে সার্চ দিয়ে উল্লিখিত যে কোন একটি অপশন সিলেক্ট করবেন। এরপর তাদের মোবাইলহ্যান্ডসেটের ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করতে হবে।


ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করার পর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য তিন দিন মেয়াদী এক জিবি ডাটা উপভোগ করতে পারবেন।


বিস্তারিত জানতে ফোন করা যাবে : ০১৬৭৮৬০০৭৮৬ এই নম্বরে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com