শিরোনাম
মহাকাশে যাচ্ছেন স্টিফেন হকিং
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ২৩:২৩
মহাকাশে যাচ্ছেন স্টিফেন হকিং
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সশরীরে মহাবিশ্বে পাড়ি দিতে চলেছেন মার্কিন বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিং। নিজস্ব মহাকাশযানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার রিচার্ড ব্র্যানসন।


বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাবিশ্বে পাড়ি দিতে চলেছেন মহাকাশ বিজ্ঞানী ৭৫ বছরের হকিং।



ব্রিটিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ভার্জিনকর্তার প্রস্তাবে সম্মতি জানাতে তিনি বিন্দুমাত্র ইতস্তত করেননি।


সারা জীবন মহাকাশচর্চা করলেও এ পর্যন্ত পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে যাত্রা করার সৌভাগ্য হয়নি বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর।সে ক্ষেত্রে নতুন নজির গড়তে চলেছেন সৃষ্টিতত্ত্ব নিয়ে করা এই গবেষক। মহাশূন্যে অভিযানের দিনক্ষণ এখনও নিধারণ করা হয়নি। এর আগে গত ২০০৯ সালে মহাকাশ সফরের ঘোষণা করেছিলেন ব্র্যানসন। কিন্তু বিভিন্ন ঝামেলায় তা বাস্তবে পরিণত হয়নি। এর পরে ক্রমেই অনিশ্চয়তা ঘিরে ধরেছে প্রকল্পটিকে।


অতীতেও অবশ্য হকিংকে মহাকাশযাত্রার সঙ্গী করার প্রস্তাব দিয়েছিলেন ব্র্যানসন। ২০১৪ সালের সেই ডাকে সাড়া দিলেও সে সময় চিকিত্‍সকদের বাধায় পিছিয়ে যেতে বাধ্য হন।


তিনি জানান, মহাকাশে, চাঁদে যাওয়ার খুব ইচ্ছে। কিন্তু ভার্জিন গ্যালাকটিকের প্রস্তাবে সাড়ে দিতে গেলে চিকিত্‍সকরা বিস্তর বাধা দেবেন। তবু গেলে ভালোই হত।


এবার যাবতীয় বিধি-নিষেধের তোয়াক্কা না করে সেই কামনাই পূর্ণ করতে চলেছেন অধ্যাপক স্টিফেন হকিং।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com