শিরোনাম
‘ফায়ারফক্স টেস্ট পাইলট স্প্রিন্ট’ নিয়ে কর্মশালা শুক্রবার
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১২:০৪
‘ফায়ারফক্স টেস্ট পাইলট স্প্রিন্ট’ নিয়ে কর্মশালা শুক্রবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফায়ারফক্স টেস্ট পাইলটের দুই বছর পূর্তি উপলক্ষে ‘ফায়ারফক্স টেস্ট পাইলট স্প্রিন্ট ঢাকা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে মজিলা কিউএ বাংলাদেশ কমিউনিটি।


রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার কর্মশালাটি শুরু হবে। চলবে শনিবার পর্যন্ত।


উভয়দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় কন্ট্রিবিউটরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেয়া হবে।


এই কর্মশালায় ফায়ারফক্স টেস্টপাইলটের বিভিন্ন এক্সপেরিমেন্টাল ফিচারের গুণগতমান যাচাইয়ের বিভিন্ন ধাপ পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি কীভাবে আরো ভালোভাবে মজিলার বিভিন্ন প্রোডাক্ট ও ফিচার এর গুণগত মান উন্নয়নে কাজ করতে হয়, তাও দেখানো হবে।


কর্মশালায় মজিলার প্রকৌশলীরা সরাসরি ফায়ারফক্স টেস্ট পাইলটের বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে কথা বলতে অনলাইনে অংশ নেবেন।



ফায়ারফক্স ব্রাউজারের বিভিন্ন পরীক্ষামূলক অ্যাডঅন বা এক্সটেনশন নিয়ে ব্যবহারকারীদের ফিডব্যাক, ইউজার রিসার্চ এবং বিভিন্ন স্টেপের মাধ্যমে ফায়ারফক্সে নিয়ে আসার একটা প্লাটফর্ম হচ্ছে ফায়ারফক্স টেস্ট পাইলট।


কর্মশালায় সহযোগিতা করছে ফায়ারফক্স ডেস্কটপ ইঞ্জিনিয়ারিং টিম এবং ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। এই আয়োজনে অংশগ্রহণ করার নিয়ম ও নিবন্ধন করতে যেতে হবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLScP4ytHMOAv9lNxwYrsjaEFV5Y4fybLFvVLWuCtMBK5Dh0MkA/viewform এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com