কন্টেন্ট ক্রিয়েটরদের মেটা দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২০:৩৩
কন্টেন্ট ক্রিয়েটরদের মেটা দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা পান আয়ের সুযোগ। সম্প্রতি মেটা ইয়ার অ্যান্ড বোনাসেও দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ। মেটার অধীনে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আয়ের সুযোগ পাবে। ৩৫টি দেশে মিলছে বাড়তি আয়ের সুযোগ।


প্রথমেই আসবে ইনস্টাগ্রাম৷ এই সামাজিক যোগাযোগমাধ্যমে ইনভাইট অনলি বোনাসের মাধ্যমে আয় করা যাবে। ক্রিয়েটররা সৃজনশীল কন্টেন্টের মাধ্যমে রিলস ও ফটো শেয়ার করে রিওয়ার্ড পাওয়া যাবে। প্রাথমিকভাবে কয়েকজনকে নির্বাচন করে এই রিওয়ার্ড দেওয়া হবে।


ইনস্টাগ্রামে আরও রয়েছে গিফট সুযোগ। কোনো রিলস পছন্দ হলে ইনস্টাগ্রামে ফলোয়াররা গিফট পাঠাতে পারবেন।


ফেসবুকেও রয়েছে আয়ের সুযোগ। ফেসবুকে স্টোরির মাধ্যমে রোল করা যাবে সাবস্ক্রিপশন। কয়েকদিনে ফলোয়ার অ্যাকাউন্টে তা রোল আউট করা হবে। ফ্যানদের ৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও দেওয়া হবে।


সবশেষে বিজ্ঞাপনেও অংশীদারিত্ব বাড়ার সুযোগ রয়েছে। ‘অ্যালাও ব্র‍্যান্ড পার্টনার টু বুস্ট’ দিয়েও আয় শেয়ার করা যাবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com