৩ মোবাইল কোম্পানিকে আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতেই হবে
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১১:০৪
৩ মোবাইল কোম্পানিকে আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতেই হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে তিন মোবাইল অপারেটর কোম্পানিকে। এই রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেয়া হয়েছে আপিল বিভাগের রায়ে।


রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে ১৪শ’ কোটি, রবিকে ৫শ’ কোটি ও বাংলালিংককে ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়েছে।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।


এ বিষয়ে পরবর্তীতে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন।


বিবার্তা/বর্ষা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com