শিরোনাম
কৃষিখাতের উন্নয়নে কাজ করবে বেসিস ও ইউএসএইড
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৫:০৮
কৃষিখাতের উন্নয়নে কাজ করবে বেসিস ও ইউএসএইড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের কৃষিখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও সংশ্লিষ্টদের মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইউএসএইড।


সোমবার রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস সভাকক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।


বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইউএসএইড’স এগ্রিকালচারাল ভ্যালু চেইনস (এভিসি) প্রকল্পের চীফ অব পার্টি মাইকেল ফিল্ড, আইসিটি মার্কেট স্পেশালিস্ট মাসুদ রানা ও বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।


বৈঠকে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃষির জন্য তথ্যপ্রযুক্তি টুলস উদ্ভাবন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও যারা এসব টুলস ব্যবহার করতে চায় তাদের সহযোগিতার বিষয়ে যৌথভাবে কাজ করার কথা জানানো হয়। একইসাথে বেসিসের সদস্য কম্পানিরা যাতে এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে সেজন্য তাদের মানোন্নয়নে ও দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হবে।


এ বিষয়ে শিগগিরই বেসিস ও ইউএসএইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে বৈঠকে জানানো হয়। আগামী ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com