শিরোনাম
ডিজিটাল শিক্ষা বিস্তারে নতুন প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:২৪
ডিজিটাল শিক্ষা বিস্তারে নতুন প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে ডিজিটাল শিক্ষা বিস্তারে সম্মিলিতভাবে কাজ করবে আইসিটি ডিভিশন, রবি ও দেশের বৃহত্তম অনলাইন শিক্ষমাধ্যম টেন মিনিট স্কুল।


রবিবার ‍দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।


আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক বনমালী ভৌমিক, রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।


এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর সিকদার, ফিফো টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।


চুক্তির আওতায় মানসম্মত শিক্ষা উপকরণ সহজলভ্য করতে শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১টি ডিজিটাল ল্যাব এবং ৩০ হাজারের বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুমে টেন মিনিট স্কুলের ডিজিটাল এডুকেশন কন্টেন্ট শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হবে।


দেশের ক্রমবর্ধমান অনলাইন এডুকেশনের অগ্রগতিতে এই সম্মিলিত প্রচেষ্টা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এছাড়া এ চুক্তির ফলে আইসিটি বিভাগ, রবি ও টেন মিনিট স্কুল’র উদ্যোগে আইসিটি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশজুড়ে হাইটেক পার্কগুলোতে ন্যানো ডিগ্রি প্রোগ্রাম চালু করা হবে। এ প্রোগ্রামের মাধ্যমেশিক্ষার্থীরা ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারবেন। পাশাপাশি আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত লানিং অ্যান্ড আর্নিং মেলায় তরুণদের মধ্যে তাদের ডিজিটাল এডুকেশন কন্টেন্টটি তুলে ধরবে রবি-টেন মিনিট স্কুল।



রবি’র সাথে একযোগে কাজ করার উদ্দেশ্য হিসেবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাকে একটি জাতির অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। তাই স্বাভাবিকভাবেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানসম্মত ডিজিটাল শিক্ষা উপকরণ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’


তিনি বলেন, বর্তমানে দেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট লিটারেট। ২০২১ সাল নাগাদ দেশের শতভাগ মানুষকে ইন্টারনেট লিটারেট করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


দেশের ৪ কোটি ২৭ লাখ শিক্ষার্থীকে রবির টেন মিনিট স্কুলের মাধ্যমে শিক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে জানিয়ে পলক বলেন, দেশে সব জায়গায় থ্রিজি নেটওয়ার্কের ব্যবস্থা নেই। ওই সব এলাকার শিক্ষার্থীরা যাতে নিটওয়ার্ক পেতে পারে রবির সহায়তায় তার ব্যবস্থা শিগগিরই করা হবে।


এ প্রেক্ষাপটে দেশের বৃহত্তম অনলাইন এডুকেশন প্লাটফরম টেন মিনিট স্কুল এবং এর পৃষ্ঠপোষক রবি’র সাথে আইসিটি বিভাগ একযোগে কাজ করবে। আমাদের বিশ্বাস, সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে হাত মিলিয়ে কাজ করার ফলে দেশে মানসম্মত শিক্ষা বিস্তারে আমাদের সামর্থ আরো বৃদ্ধি পাবে।’


পলক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে এই টেন মিনিট স্কুলের শিক্ষা নিতে পারে তার প্রয়োজনীয় সব ব্যবস্থাই ধীরে ধীরে করা হবে। মাত্র কার্যক্রম শুরু করা হয়েছে। কয়েক মাসের মধ্যেই বড় পরিসরে কার্যক্রম শুরু করা হবে।


রবি’র সিসিপিও মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘রবি দৃঢ়ভাবে বিশ্বাস করে আমাদের তরুণদের ভবিষ্যত নির্ভর করছে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোর ওপর। দেশজুড়ে বিস্তৃত রবি নেটওয়ার্কের মাধ্যমে আমরা সহজেই তরুণদের জন্য মানসম্মত ডিজিটাল এডুকেশন কন্টেন্ট পৌঁছে দিতে পারি। এজন্যই কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে টেন মিনিট স্কুল’র প্রতি আমরা সহাযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’


‘আামদের সহযোগিতা টেন মিনিট স্কুল’কে দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। আইসিটি বিভাগের সাথে অংশীদারিত্ব দেশের ডিজিটাল শিক্ষার প্রসারে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এ মাইলফলক চুক্তির মাধ্যমে আমাদের সামর্থকে আরো দৃঢ় করার সুযোগ দেয়ার জন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি আমরা কৃতজ্ঞ।’


টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক বলেন, ‘এমন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপের অংশীদার হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের তরুণরা দিন দিন ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছন্দ্য হয়ে উঠছে। আমাদের কাজ হচ্ছে তাদের হাতে সঠিক কন্টেন্টটি পৌঁছে দেয়া যেন তারা ইন্টারনেটের যথাযথ ব্যবহার করতে পারেন। আইসিটি বিভাগ ও রবি’র সহযোগিয়ায় আমরা সে কাজটি পারব বলে আত্মবিশ্বাসী।’


টেন মিনিট স্কুল দেশের একমাত্র সাইট যেখানে শিক্ষার্থীরা টিউটোরিয়ালসের (১ হাজার ৪১১টি ভিডিও রযেছে যেগুলো ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে) মাধ্যমে শিখতে পারছেন। কুইজ ও মডেল টেস্টের (২৮ হাজার ৪৫৫টি কুইজ) মাধ্যমে অনুশীলন, নিজের অগ্রগতি সম্পর্কে ধারণা অর্জন, সহপাঠী ও অন্যদের সাথে নিজের অবস্থান যাচাইসহ ইন্টারনেটে নেই এমন খুঁটনাটি তথ্যগুলোও সহজে পেয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ফেসবুকের লাইভ ফিচার ব্যবহার করে প্রতিদিন লাইভ ক্লাসও প্রচার করছে স্কুলটি।


রবি-টেন মিনিট স্কুল শিক্ষার উপকরণভিত্তিক একটি অনলাইন প্লাটফরম, যেখানে ২ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ৯১০টিরও বেশি ভিডিও টিউটরিয়াল ও ১ হাজার কুইজ রয়েছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com