শিরোনাম
লালমনিরহাটে ডিজিটাল মেলার উদ্বোধন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৮
লালমনিরহাটে ডিজিটাল মেলার উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।


শনিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে তিন দিনব্যাপী এই ডিজিটাল মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় প্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সরকারের পদক্ষেপ সমূহ তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।


জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সফুরা বেগম রুমি এমপি, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ডিজিটাল ৬০টি স্টল অংশ গ্রহণ করেন। ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।


বিবার্তা/জিন্না/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com