শিরোনাম
রংপুরে জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:০০
রংপুরে জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

জমে উঠেছে রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসন রংপুরের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শনিবার ছিল দ্বিতীয় দিন। মেলার প্রতিটি স্টলে দ্বিতীয় দিনে উপচেপড়া ভীড় ছিলো।


সরকারি-বেসরকারি ৭০টি স্টল স্থান পেয়েছে মেলায়। দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছেন স্টল পরিচালনাকারীরা। এবারের মেলায় শীক্ষার্থী ও তরুণদের বেশি দেখা গেছে। মেলার জেড এস টেকনোলজিস স্টলে তরুণদের উপচেপড়া ভীড়। তরুণরা বিভিন্ন সফটওয়ার বিষয়ে জানছে এ স্টলে।


এ প্রসঙ্গে জেড এস টেকনোলজিস-এর স্বত্বাধিকারী চুয়েটের কমিম্পউটার প্রকৌশলী সাওদা জামান জানান, জেড এস টেকনোলজিস এ সব ধরনের সফটওয়ার এবং মোবাইল অ্যাপস-এর কাজ করা হয়। এখানে আইটির সকল অফ লাইন অন লাইন সমাধান এবং সফটওয়ার বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেয়া হয়।


ইতোমধ্যে মেলায় প্রায় ২ শতাধিক তরুণ-তরুণীরা প্রশিক্ষণের জন্য নাম লিপিবদ্ধ করেছেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উম্মক্ত থাকে।


বিবার্তা/শাহিদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com