কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ
'নির্বাচনে সংঘাতের কথা বলার আগে বিএনপি স্বীকার করুক তারা সন্ত্রাসী দল'
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৯
'নির্বাচনে সংঘাতের কথা বলার আগে বিএনপি স্বীকার করুক তারা সন্ত্রাসী দল'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তেমন কোনো সংঘর্ষ, সংঘাত হয়নি। দু-একটি ছোট ঘটনা যা ঘটছে তা সামাজিক বিরোধ থেকে হয়েছে।


হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংঘাতের কথা বলার আগে বিএনপি গোষ্ঠী নিজেরা যে সন্ত্রাসী দল হয়ে গেছে সেটা স্বীকার করতে হবে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে।


২৫ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় মাহবুবউল আলম হানিফ শহরের পিটিআই রোডের নিজ বাস ভবনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে গণসংযোগ শুরু করেন।


পরে তিনি কাঞ্চণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভায় অংশ নেন। এরআগে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com