ভবিষ্যতে আওয়ামী লীগকে জনগণ মীরজাফর হিসেবে চিনবে: রিজভী
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৬:১৮
ভবিষ্যতে আওয়ামী লীগকে জনগণ মীরজাফর হিসেবে চিনবে: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের জনগণ ভবিষ্যতে আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


৩ মে, শুক্রবার সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, কেয়ামত পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে, তখন যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদের মীরজাফর হিসেবে চিনবে। মীরজাফর যেমন নিগৃত হয়েছে আপনারা তেমন হবেন।


প্রধানমন্ত্রীর সাম্পতিক বক্তব্য ‘কিছু রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়’ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন জনগণ তা জানতে চায়। জনগণের ভোট ডাকাতি করেছেন আপনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।


রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাবার জন্য লড়াই করছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তিনি বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে। তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না।


রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন, আমরা আর মামুরা মার্কা নির্বাচন। বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কের ভাবমুর্তি লুকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লুকানো যায় না।


বিএনপি নেতা রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন। বিএনপির লোকজন বিদেশে যাবে কেন? তারা জেলে যাচ্ছে। তাদের নির্যাতন করা হচ্ছে। তারপরও তারা এদেশে থেকে গণতন্ত্রের জন্য আদম্য সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে। এ আন্দোলনের প্রেরণা হচ্ছেন খালেদা জিয়া। তিনি বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু, জনগণকে ছেড়ে তিনি বিদেশে যাননি।


বিএনপির এ নেতা বলেন, আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবইতো ক্ষমতাসীনরা দখল করেছে। বিদেশেতো তারা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজনরা যাচ্ছে, যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে তারা। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে। যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, টাকা পাচার করেছে তাদের বিচার হয় না। যারা গরীব কৃষক, ইরি-বোরো ধান চাষের জন্য পাঁচ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছে তাদের ধরা হচ্ছে।


রিজভী বলেন, সরকার দেশকে এমন অবস্থায় নিয়ে গেছে এ থেকে দেশকে বাঁচাতে ঘরে বসে থাকার কোনো উপায় নেই। বিএনপির ভারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সারাদেশে অবৈধ সরকারের বিরুদ্ধে বিপুল তরঙ্গ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ফেরাতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারা অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। নিপীড়ন-নির্যাতন করে, খুন করে, গুম করে এ আন্দোলন দমানো যাবে না।


রিজভী আরও বলেন, বর্তমান এ বৈরী আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হলো আওয়ামী লীগের লুটেরা শ্রেণি। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী-নালা, খাল-বিল ভরাট করে, বন-জঙ্গল উজার করে লুটেরা শ্রেণি দেশকে মরুভুমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটেরাদের হাত থেকে পরিত্রাণ চায়।


তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান,আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com