
চট্টগ্রামে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হলেন– পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকার আইয়ুব আলীর ছেলে ওসমান গনি (৪০) ও রাউজান উপজেলার সুলতানপুর এলাকার মো. শওকত আলীর ছেলে মো. মিনহাজ (৩৫)।
শুক্রবার (৩ মে) পটিয়া উপজেলা ও নগরের পতেঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন– আবু হেনা মাহমুদ (২৬) ও ২৮ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, পটিয়া উপজেলার মিলিটারিপুল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাকা খুলে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন ওসমান গণি। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন নগরের পতেঙ্গা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত তিন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]