
রাজধানীর জিগাতলার হাজারী বাগের একটি ভবনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
৩ মে, শুক্রবার ভোর পাঁচটার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল আটটার দিকে তাকে একই ভবনের নিরাপত্তা কর্মী ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ওই ভবনের অন্য এক নিরাপত্তাকর্মী রবিউল ইসলাম বলেন, আমরা দুজনেই নিরাপত্তাকর্মী হিসেবে একই ভবনে কাজ করি। আজ ভোরের দিকে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে ওঠতে গিয়ে ইব্রাহিম মাথায় চক্কর খেয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার, কসবা উপজেলার শ্যামাপুর গ্রামে। বর্তমানে জিগাতলার ওই ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুহম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]