জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে ধর্না কেন: বিএনপিকে ভূমিমন্ত্রী
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ২১:২২
জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে ধর্না কেন: বিএনপিকে ভূমিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, সাংবিধানিকভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে, তারা কাকে ক্ষমতায় আনবে। আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে এতই উন্নয়ন করেছেন, যার ফলশ্রুতিতে জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে।


১৯ আগস্ট, শনিবার কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে আপনারা ধর্না দিচ্ছেন কেন? তারা গণতন্ত্র কখনো বিশ্বাস করে না, কখনো করেও নাই। সুতরাং ভাওতাবাজি বন্ধ করেন।


ভূমিমন্ত্রী বলেন, ৭৫ এর পরবর্তী জিয়াউর রহমান পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে। তারা আবারও ষড়যন্ত্রে করে যাচ্ছে। তাদের আন্দোলনে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততদিন শান্তিতে থাকবে, বাঙালি জাতি ততদিন শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকার বারবার দরকার।


দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, সা. সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সাংসদ প্রসেসর আবু মু. নেজাম উদ্দীন নদভী।


দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামের সঞ্চলনায় শোক সভার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।


এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা মহিলা আ. লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ফ.ম টিপু সুলতান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ।


বিবার্তা/জাহেদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com