শিরোনাম
বেলজিয়ামে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:২৪
বেলজিয়ামে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেলজিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৮নভেম্বর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


বেলজিয়াম যুবলীগের সভাপতি খালেদ মিনহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা খোকন শরিফ, সহসভাপতি বাবু বিধান দেব, নিরঞ্জন রায়, জহির খান, যুগ্ন সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক ইস্রাফিল হক,তথ্য বিষয়ক সম্পাদক ইমরান আলী, সদস্যা দিলরুবা বেগম। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফিরোজ বাবুল।


সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম যুবলীগের সাবেক সভাপতি মোর্শেদ মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আবুল কালাম আজাদ মিঠু,সহ সভাপতি মামুন মীর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উল আলম, ক্রিড়া সম্পাদক সাইফুস শাকুর,সম্মানিত সদস্য মোঃ শরাফ উদ্দিন হোসাইনী সোহান ও জাকারিয়া কাওসার সোহেল।


বেলজিয়াম বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি কৌশিক আহমেদ হিমু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাসুদ। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ ও বেলজিয়াম যুবলীগের নেত্রীবৃন্দ সহ বেলজিয়ামের আগত নতুন ছাত্র সৈয়দ সজীব, আহসান হাবিব, ফয়েজ,মেহেদী হাসান ও অন্যান্যরা।


বিবার্তা/রিয়াদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com