
যুবলীগ সম্পর্কে সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংগঠনটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
বুধবার (১৮ সেপ্টেম্বর)রাতে বিবার্তার কাছে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘যুবলীগের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। এই অপপ্রচারগুলো বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র।’
তিনি বলেন , ‘সম্প্রতি কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ক্যাসিনো। যদি ক্যাসিনো চলে তাহলে এটা অপরাধ। প্রশ্ন হলো আইনপ্রয়োগকারী সংস্থা এতদিন ধরে নীরব ছিল কেন? এই ক্যাসিনো যারা চালিয়েছেন তারা যেমন অপরাধ করেছে। যেসমস্ত আইনপ্রয়োগকারী সংস্থা এই ক্যাসিনো বন্ধ করেনি বা ক্যাসিনো দেখার পরেও নীরব ভূমিকা পালন করেছিল, তারাও শাস্তিযোগ্য অপরাধ করেছে।’
তিনি বলেন, ‘আমি জানতে চাই কোথায় এই ক্যাসিনো আছে? আমি সেখানে যেতে চাই। আমি দেখতে চাই কারা এটা করছে। আমরা জানিনা, প্রশাসন জানে কিভাবে! তার মানে নিশ্চয়ই এই সংগঠনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে।’
তিনি বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, তাহলে নিশ্চয়ই তার বিচার হবে। কিন্তু পরিকল্পিতভাবে একটি সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি করবে। একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করবে। এই প্রক্রিয়াটা কারো জন্যই শুভ নয়।
তিনি নিজের সংগঠন নিয়ে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে দলের সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কারের মতো নজির গড়েছে। সকল অভিযোগ ও অপরাধের বিচার করেছে। আমাদের নিজস্ব ট্রাইবুনাল আছে। কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার ট্রাইবুন্যালে হবে। কিন্তু পুরো সংগঠনকে মিথ্যা অভিযোগ দিয়ে অপ্রপ্রচার চালিয়ে কালিমা লেপন করাটা রাজনীতির জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়।’
দক্ষিণ যুবলীগকে সবচাইতে সফল সংগঠন দাবি করে তিনি বলেন, অভিযোগ থাকতে পারে, আমাদের অভিযোগ জানান। সে যদি সাংঠনিক কার্যক্রমে বাধা দেয়, সে যদি মাদকের সাথে জাড়িত হয়, সে তথ্য কে দেবে? আপনারা বলছেন ৬০ জায়গায় ক্যাসিনো আছে সে জায়গায় আপনারা কি আঙুল চুষছিলেন?
উল্লেখ্য, রাজধানীর ফকিরাপুলে অবৈদভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে তারা গ্রেফতার করেন।
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]