শিরোনাম
জাতীয় পার্টির কাউন্সিল ২১ ডিসেম্বর
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
জাতীয় পার্টির কাউন্সিল ২১ ডিসেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।


বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।


ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কাদের বলেন, অক্টোবরের মধ্যে ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। আর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন করা হবে। আর এতে শুধু ছাত্ররাই অংশ নিতে পারবে বাহিরের কেউ নয়।


এসময় জিএম কাদের আরো বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে জাতীয় পার্টি। তরুণদের সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আমরা ছাত্র সমাজকে পৃষ্ঠপোষকতা করবো, তবে লেজুড়বৃত্তি করার জন্য নয়, লাঠিয়াল বাহিনী তৈরি করবো না। ছাত্র সমাজকে এলাকার পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করতে হবে।


এরশাদ পরবর্তী জাতীয় পার্টি নিয়ে কাদের বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এরশাদের শূন্যতা পূরণ করতে সময় রাগবে, তবে জাপা টুকরো টুকরো হবে না প্রমাণিত, জাপা দুর্বলও হবে না।


জিএম কাদের আরো বলেন, রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। সংগঠিত থাকলে, মানুষের আশা পূরণ করতে পারলে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। এতদিন নিয়ামক শক্তি ছিলাম, ভবিষ্যতে রাজনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে জাপা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com