শিরোনাম
‘খালেদা জিয়া বাইরে থাকলে সরকার ক্ষমতায় আসত না’
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৫:২১
‘খালেদা জিয়া বাইরে থাকলে সরকার ক্ষমতায় আসত না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খালেদা জিয়া বাইরে থাকলে গণতন্ত্র হত্যা করে সরকার ক্ষমতায় আসতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপিস্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।


তিনি বলেন, মধ্যরাতের ভোটে সরকার ক্ষমতায় এসেছে। সেটি টিকিয়ে রাখতেই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।


শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সেলিমা রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে নারীরা রাজপথে নেমেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা দেশনেত্রীকে মুক্ত করবো এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো।


তিনি বলেন, দেশে চামড়া ধ্বংস, ধর্ষণ, খুন, গুম ও হত্যার রাজনীতি চলছে। এগুলা রোধ করতেআমাদের সংগঠিত হতে হবে।


তিনি আরো বলেন, দেশে আজ বিচার বলতে কিছু নেই। ট্রেনের বগিতে লাশ পাওয়া যাচ্ছে, মাদারীপুরে নৌকায় ধর্ষণ করে লাশ ফেলে দিচ্ছে, মিন্নিকে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী করা হচ্ছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে।


মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com