শিরোনাম
ঘুরে আসুন ফুলের রাজধানী যশোরের গদখালী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৬, ১৬:৩১
ঘুরে আসুন ফুলের রাজধানী যশোরের গদখালী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুল মানুষের ভালবাসা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। যুগ যুগ ধরে মানুষ ভালবাসা প্রকাশের জন্য ফুলকে ব্যবহার করছে। ফুল পেলে খুশি হয় না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। আর সেই ফুল যদি দেখা যায় দিগন্ত জুড়ে....যতদূড় চোখ যায় শুধু ফুল আর ফুল তখন তো যেকারোরই মন ভালো হতে বাধ্য। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন এমনই একটি গ্রাম।


যশোর-বেনাপোল রোড ছেড়ে ডানে, বায়ের গ্রামগুলোর পথ ধরে এগিয়ে গেলেই দেখা মিলবে দিগন্ত জোড়া ফুলের ক্ষেত। লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে। জমিতে ফুল চাষ করে এখানকার চাষীরা। বাড়ির চারধারে সৌখিন ফুলের বাগান নয়। মাঠের পর মাঠ জুড়ে ফুলের ক্ষেত। ফুলই এখানে ফসল। অনেকেই ফুলের রাজধানী বলে এই গদখালীকে।


রজনীগন্ধা, গ্ল্যাডুওলাস, গোলাপ আর গাঁদা ফুল চাষ হয় এখানে। যেখানে গেলে চোখে পড়বে কৃষকদের ব্যস্ততা। কীভাবে ফুগগুলো বাজারজাত করা হয় তাও দেখতে পাবেন। কেউ ফুল কেটে গরুর গাড়িতে করে বাজারে নিয়ে যাচ্ছে, সেখান থেকেই বান্ডিল করে চালান হয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। পুরুষদের পাশে নারী ও শিশুরাও কাজ করে ফুলের ক্ষেতে। কেউ ফুল কাটে, কেউ নিড়ানি দেয়। আবার কেউ ফুলের বীজ বোনে।


বাতাসে ফুলের মিষ্টি সৌরভ, মৌমাছির গুঞ্জন, প্রজাপতির ডানার জৌলুশ আর রঙের অফুরান শৌরভের সামনে দাঁড়িয়ে বিশ্বাসই হতে চায় না জায়গাটা আমাদের রক্ত, ক্লোদ আর কোলাহলে ভরা মাটির পৃথিবীরই একটা টুকরা। আমাদের দেশের সর্ববৃহত ফুলের যোগান আসে এই গদখালী থেকে। মোট উৎপাদনের প্রায় ৭০ ভাগই আশে এখান থেকে। এখানেই বসে বাংলাদেশের সব থেকে বড় ফুলের পাইকারি বাজার। দীর্ঘ ১৫ বছর ধরে এখানকার কৃষকরা ফুলের চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য লড়ে যাচ্ছেন।


যেভাবে যাবেন
ঢাকা থেকে যশোর সরাসরি বাস ছাড়ে গাবতলি থেকে। যশোর বাস স্ট্যান্ড নেমে রিক্সা নিয়ে চলে যান লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকেই পেয়ে যাবেন গদখালি যাবার বাস। গদখালি নেমে ক্ষেত দেখার জন্য ভ্যান নিয়ে নিতে পারেন। ভ্যান ভাড়া নিবে ১০০-১৫০ টাকা। গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় রাস্তার দুপাশে চোখে পড়বে ফুলের ক্ষেত। বাসস্ট্যান্ডের রাস্তার পাশেই সকালে বসে দেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার।


যেখানে থাকবেন
থাকার জন্য যশোর শহরকেই বেছে নিতে হবে। সেখানে থাকা এবং খাবারের জন্য হোটেল পেয়ে যাবেন। ভাল আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমিন এবং হোটেল মিডটাউন উল্লেখযোগ্য।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com