শিরোনাম
এই দেশগুলোয় গিয়ে যে কাজ করবেন না
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৩০
এই দেশগুলোয় গিয়ে যে কাজ করবেন না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক এক দেশের সংস্কৃতি এক এক রকম। তাই প্রত্যেক দেশে রয়েছে আলাদা আলাদা নিয়মকানুন। ভঙ্গি কিংবা সম্বোধনের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। এক দেশে যে ভঙ্গি ভাল, অন্য কোনো দেশে তার বিরূপ অর্থও থাকতে পারে। তাই বিদেশে ঘুরতে গেলে, সে দেশের নিয়মগুলো না জানলে আপনি সমস্যায় পড়তে পারেন। আর এ সমস্যার সমাধান নিয়েই আজকের প্রতিবেদন। আসুন জেনে নেয়া যাক কোন দেশে গেলে কী কী করবেন না।


> ফ্রান্সে গেলে ভুলেও কারও থেকে টাকা চাইবেন না। টাকা চাওয়া এক গর্হিত অপরাধের সামিল সে দেশে।


> কোনো কবরস্থানে গিয়ে জোড় সংখ্যার ফুল দেয়া চলবে না ইউক্রেনে। জোড় সংখ্যার ফুল দেয়া অশুভ মানা হয়।


> নিউজিল্যান্ডে গাড়ির হর্ন বাজানো অন্যকে অপমান করার সামিল। অত্যন্ত জরুরি ক্ষেত্রে গাড়ির হর্ন বাজানোর সম্মতি রয়েছে।


> জাপানি রেস্তোরাঁয় খাওয়ার পর বকশিস দেয়া চেষ্টা করবেন না। এই প্রথাটি সেখানে অশোভন বলে মনে করা হয়।


> জার্মানিতে গিয়ে দু’হাত পকেট রাখা মানেই অন্যকে অসম্মান করা। এমনকী সে দেশে খেতে বসার সময়, হাত খাবার টেবিলের উপরে রেখে বসাও একটি প্রথা।


> সিঙ্গাপুরে চিউয়িং গাম নিষেধ। গত ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরে চিউয়িং গাম আমদানি নিষিদ্ধ করেছে সরকার।


> ভিয়েতনামে এক হাতে উপহার নেয়া অশোভন বলে মনে করা হয়। কেউ উপহার দিলে দু’হাতে নিতে হয়।


> রাশিয়ায় কাউকে দেখে হাসলে অন্তরঙ্গ আচরণ বলে মনে করা হয়। কপট আচরণ বলেও ধরে নেয়া হয়।


> চিনে ছাতা এবং ঘড়ি উপহার হিসেবে দেবেন না।


> চিনের কোনও রেস্তোরাঁতে খেতে গিয়ে চপস্টিক দোলালে আপনি ওখানে হাজির থাকা মানুষের নজরে অনেকটাই নীচে নেমে যাবেন। তাই এই কাজটি করা থেকে বিরত থাকুন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com