শিরোনাম
পূজায় ভ্রমণে ৬০ শতাংশ ছাড় দিচ্ছে ‘ঘুরবো’
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:০৪
পূজায় ভ্রমণে ৬০ শতাংশ ছাড় দিচ্ছে ‘ঘুরবো’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভ্রমণপিপাসুদের হোটেল বুকিং সেবাকে আরো সহজ ও সাশ্রয়ী করতে বিভিন্ন ধরনের ছাড় ঘোষণা করেছে হোটেল বুকিং ওয়েবসাইট ‘ঘুরবো’।


এবার পূজায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অনলাইন হোটেল বুকিং সাইট ঘুরবো ডটকম। সঙ্গে আরো ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও পূজোয় দেশে-বিদেশে ভ্রমণেও বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।


গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। এই অফার পেতে হলে গ্রাহককে ২১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং ১৬ অক্টোবর থেকে ২০১৭ সালের ফ্রেব্রুয়ারির মধ্যে ভ্রমণ করতে হবে।
শুধু মূল্য ছাড়ই নয়, ঘুরবোতে হোটেল বুকিংয়ে পাওয়া যাবে ভ্রমণকালীন সময়ে বিনামূল্যে এক লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধাও সুবিধাও দেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলছে প্রতিষ্ঠানটি।


ঘুরবোর এক কর্মকর্তা জানান, ঘুরবোর মাধ্যমে এই অফারের আওতায় হোটেল বুকিং দিলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে একটি ক্যাশব্যাক কোড পাঠানো হবে। কোডটি পরবর্তী বুকিংয়ের সময় ঘুরবো ডটকম ওয়েবসাইট ব্যবহার করে ক্যাশ ব্যাক সুবিধা পাওয়া যাবে।
তিনি জানান, যেসব হোটেলে এসব ছাড় পাওয়া যাবে সেগুলো হচ্ছে-ঢাকার দি ওয়ে হোটেলে, ইনোটেল বিজনেস বুটিক হোটেলে ৬০ শতাংশ, প্লাটিনাম সুইটসে ৫৫ শতাংশ, হোটেল নাসেন্ট গার্ডেনিয়াতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।


এদিকে পূজোয় দেশে-বিদেশে ভ্রমণেও বিশেষ ছাড় দিচ্ছে ঘুরবো। ভারতের শিলং এবং চেরাপুঞ্জিতে পাঁচ রাত চার দিনের ভ্রমণ প্যাকেজ দেয়া হচ্ছে জনপ্রতি ১৬ হাজার টাকায়। এই প্যাকেজে ঢাকা-শিলং- ঢাকা এসি বাস, স্থানীয় ট্রান্সপোর্ট সুবিধা, সাইট সিয়িং, খাবার, হোটেল অন্তর্ভুক্ত। এছাড়া বরফের রানী খ্যাত শিমলায় ১০ দিন ১০ রাতের প্যাকেজের মূল্য জন প্রতি ৩৬ হাজার ৫০০ টাকা।


সড়কপথে ৬ দিন ৬ রাতের ভুটান ভ্রমণ প্যাকেজ ১৭ হাজার টাকা, বিমান ভাড়াসহ ৫ দিন ৪ রাতের নেপাল ভ্রমণ প্যাকেজ দেয়া হচ্ছে ২৯ হাজার ৫০০ টাকায়, ৫ রাত ৬ দিনের দার্জিলিং প্যাকেজের মূল্য ১৩ হাজার ৯০০ টাকা, ৬ দিন ৫ রাত আন্দামান ভ্রমণ প্যাকেজ ৪৯ হাজার ৫০০ টাকা।
এছাড়া দেশের ভেতরে ঘুরবোতে আছে পদ্মা ও টাঙ্গুয়ার হাওড়ে রিভার ক্রুজ প্যাকেজ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন সুবিধা, ইচ্ছামত চা, কফি ও বিনামূল্যে ইন্সুরেন্স কাভারেজসহ প্যাকেজের মূল্য সাড়ে চার হাজার টাকা।


এছাড়া সুন্দরবনে চার রাত তিনদিনের রিভার ক্রুজ প্যাকেজ পাওয়া যাবে জনপ্রতি সাড়ে নয় হাজার টাকায়। সাজেকে ২ দিন এক রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য পাঁচ হাজার টাকা।
এছাড়া ২ রাত ৩ দিন কক্সবাজার সেন্টমার্টিনস ভ্রমণ করা যাবে ৭ হাজার ৫০০ টাকায়, ২ রাত ৩ দিনের সেন্টমার্টিনস ভ্রমণ প্যাকেজ ৬৬০০ টাকা, ২ দিন ১ রাত বান্দরবান ভ্রমণ প্যাকেজের মূল্য জনপ্রতি ৫০০০ টাকা।
ঘুরবোর হেড অব মার্কেটিং মুহাম্মদ তাহের জামিল জানান, ভ্রমণ পিপাসু মানুষের হোটেল বুকিং সেবাকে আরও নানা সুবিধা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এবার পূজা উপলক্ষে বিভিন্ন ছাড় ঘোষণা করেছি।


এছাড়া আমরা দেশে-বিদেশের চমৎকার কিছু স্থানে হ্রাসকৃত মূল্যে ভ্রমণ প্যাকেজ দিচ্ছি। ঘুরবোর মাধ্যমে গ্রাহক হোটেল বুকিং দিলে তিনি থাকবেন বীমা সুবিধার আওতায়। আমরা আশা করি, এসব সুবিধাগুলো গ্রাহকরা উপভোগ করবেন।
বিস্তরিত জানা যাবে https://www.ghurbo.com/ এই ঠিকানায়।


বিাবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com