প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘নামি অ্যাওয়ার্ড’ শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১২:৫২
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘নামি অ্যাওয়ার্ড’ শিক্ষাবৃত্তি প্রদান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘নামি অ্যাওয়ার্ড ২০২১’ পুরস্কার বিজয়ী ‘ইউসেপ বাংলাদেশ’ কর্তৃক মনোনীত ৫ জন দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। ইউসেপ বাংলাদেশ- এর প্রতিষ্ঠাতা প্রয়াত লিন্ডসে অ্যালান চেইনির সম্মানে এ বৃত্তি দেয়া হয়।


এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন, বাংলাদেশ (এসিআইই) কর্তৃক পরিচালিত নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন (নামি) পুরস্কারের আওতায় মঙ্গলবার ঢাকার মিরপুরে ইউসেপ বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে ইউসেপ- এর নির্বাহী পরিচালক ড. আবদুল করিম শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করেন। এসিআইই- এর পক্ষে সাংগঠনিক সম্পাদক কাইজার আলম প্রতিনিধিত্ব ও শিক্ষাবৃত্তির অর্থ হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, পরবর্তী ৩ বছরের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ শিক্ষার্থীদের দেয়া হবে।


‘নামি পুরস্কার’ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://aciebd.org/


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com