
চলমান তীব্র তাপদাহের ফলে অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে এপ্রিলের ৩০ তারিখ থেকেই আবারো সশরীরে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৮ এপ্রিল, রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দেসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্য।
উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের চলমান দাবদাহ বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি তীব্র তাপদাহকে বিবেচনায় এনে ২২ এপ্রিল থেকে শতভাগ ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।
বিবার্তা/মহসিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]