ব্রাইটস্কিলস ও ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৯
ব্রাইটস্কিলস ও ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের বা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যতম ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইটস্কিলস’র সঙ্গে পার্টনার হলো ইস্টার্ন ইউনিভার্সিটি।


সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।


এ সময় ব্রাইটস্কিলস’র পক্ষে থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবং ইস্টার্ন ইউনিভার্সিটি পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।


ব্রাইটস্কিল’র নির্বাহী পরিচালক আনোয়ার সাদাৎ কবির, ইস্টার্ন ইউনিভার্সিটি কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদাসহ সব অনুষদের ডিনগণ এ সময় উপস্থিত ছিলেন।


চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে ব্রাইটস্কিলস’র পক্ষ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিনামূল্যে পাঁচটি ‘স্কিল ডেভেলপমেন্ট’ কোর্স দেবে। কোর্সগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি অর্জন কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা প্রদান এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করবে বলে উভয়পক্ষ আশাবাদী।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com