নাশকতার উদ্দেশ্যেই গভীর রাতে কাটা হয় রেললাইন: জেলা প্রশাসক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬
নাশকতার উদ্দেশ্যেই গভীর রাতে কাটা হয় রেললাইন: জেলা প্রশাসক
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে গভীর রাতে রেললাইন কেটে রাখায় গাজীপুরে রেল দুর্ঘটনা ঘটেছে।


বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।


গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। গভীর রাতে অবরোধকারীরা রেললাইন কেটে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত এবং সাতজন আহত হয়েছেন। ছিন্নভিন্ন হয়ে গেছে ট্রেনের বগি। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।


বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ দ্বিতীয় দিন বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।


জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।
ছিলাই বিলের এখানে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রেনের যাত্রী নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com