জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশ রাষ্ট্রপতির
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:১১
জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশ রাষ্ট্রপতির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


১৯ নভেম্বর, রবিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।


পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের বিভিন্ন বিষয় গণমাধ্যমকে জানান।


রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি সরকারি অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন।


সাক্ষাৎকালে সিএসজি তার কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি কল্পে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে ও রাষ্ট্রপতিকে জানান মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক। তিনি পেনশন ব্যবস্থা সহজ করতে নেওয়া পদক্ষেপগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।


এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com