বিজিএফসিএল এর ৫টি গ্যাস ফিল্ডস থেকে ২০২২-২৩ অর্থবছরের আয়
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:২৪
বিজিএফসিএল এর  ৫টি গ্যাস ফিল্ডস থেকে ২০২২-২৩ অর্থবছরের আয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ তাদের পরিচালিত পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে ২০২২-২৩ অর্থবছরে ১০৫৩ কোটি টাকার গ্যাস এবং ১০১ কোটি টাকার পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি করেছে।


সদ্য বিদায়ী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ৯৩৫ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে বিজিএফসিএল’র ৬৮ তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সুলতান ও পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।


বিজিএফসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএফসিএল’র পাঁচটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনরত ৩৯টি কূপ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রতিদিন গড়ে ৫৯৮ মিলিয়ন ঘন ফুট গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে দৈনিক ৪০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে।


আলোচ্য অর্থবছরে ৬,১৭৪ দশমিক ৩৫ এমএমসিএম গ্যাস বিক্রি বাবদ ১,০৫৩ দশমিক ৬০ কোটি টাকা এবং ২৩০ দশমিক ৩৯ লক্ষ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি বাবদ ১০১ দশমিক ৯০ কোটি টাকা আয় করেছে। বিদায়ী অর্থবছরে সরকারি কোষাগারে ৯৩৫ দশমিক ৩২ কোটি টাকা জমা দিয়েছে বিজিএফসিএল।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com