ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৭:৩২
ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী এক সপ্তাহ রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।


১৫ জুলাই, শনিবার দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিদ্যুৎ বিভাগ জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।


এর আগে বেলা ১১টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন কাজের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী ৭ দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।


তবে কয়েক ঘণ্টা পরই অনিবার্য কারণে এই কাজ স্থগিত করার কথা জানানো হলো।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com