জাহাজ পুন:প্রক্রিয়াকরণ ‘হংকং কনভেনশন’ অনুমোদন
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৮:০০
জাহাজ পুন:প্রক্রিয়াকরণ ‘হংকং কনভেনশন’ অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘দ্য হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেইফ অ্যান্ড এরভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস, ২০০৯’ এর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে মেয়াদোত্তীর্ণ জাহাজ কিনে দেশে রিসাইক্লিং হবে।


১২ জুন, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, ‘দ্য হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেইফ অ্যান্ড এরভায়রনমেন্টালি সাউন্ড রিসাইক্লিং অব শিপস, ২০০৯’ এর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যেটি হংকং কনভেনশন নামে পরিচিত।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি অনুসমর্থন করা হলে এই চুক্তির আওতায় আমাদের জাহাজ ভাঙা শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে মেয়াদোত্তীর্ণ জাহাজগুলো কিনে এখানে রিসাইক্লিং করতে পারব। এতে লোহা বা রড উৎপাদনকারী প্রতিষ্ঠানও উপকৃত হবে।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com