
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ৬ দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের সমাপনী আজ শুক্রবার ( ৩১ মে)।
মনিপুরি নৃত্যের ছন্দে ধর্ম বন্দনা ও প্রকৃতির রূপ যেন ধরা দিয়েছে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০২৪ এর পরিবেশনায়। তচনচ, মেনকূপ, চালী নানান তালের সমন্বয়ে দশাবতারে পরিবেশিত হয়েছে শাস্ত্রীয় নৃত্য মনিপুরী।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের আয়োজনের শুরুতেই সমবেত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সুইটি দাস চৌধুরীর পরিচালনায় সমবেত নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা এবং ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল। এরপর একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও শেখর মন্ডল। ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। একক সংগীত পরিবেশন করেন শেখ জসিম ও সাইফুল তানকার। আবারও একক নৃত্য ‘মণিপুরি’ পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন সুম্মিতা দেবনাথ সুচী। সবশেষে মুনমুন আহমেদের পরিচালনায় সমবেত নৃত্য ‘কত্থক’পরিবেশন করে রেওয়াজ পারফরম্যান্স স্কুল।
মঙ্গলবার তৃতীয় দিনের শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করে সরকারি সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দ (বেনজির সালাম) ‘ওড্যিসি’।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]