লাগোস হোপ, বিশ্বের বৃহত্তম ভাসমান বইমেলা
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১৪:৩৬
লাগোস হোপ, বিশ্বের বৃহত্তম ভাসমান বইমেলা
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী বইপ্রেমীদের কাছে নানান বই পৌঁছে দিতে দেশে দেশে ঘুরে বেড়ায় লাগোস হোপ নামের জাহাজ। লাগোস হোপ, নামের এই জাহাজকে বানানো হয়েছে গ্রন্থাগার। তাতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন লেখকের পাঁচ হাজার বই। এখন পর্যন্ত দেড়শটিরও বেশি দেশ ভ্রমণ করেছে ভাসমান এই বইমেলা। সমুদ্রের নীল জলরাশির ওপর বিশ্বের বৃহত্তম ভাসমান বইমেলা।


আয়োজকরা বলছেন, বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতির মেলবন্ধনের লক্ষে এই মেলার আয়োজন।


বর্তমানে দুই সপ্তাহের জন্য জাহাজটি অবস্থান করছে বাহারাইনে। বাহারাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা বই কিনতে ভিড় জমাচ্ছেন এই জাহাজে।


১৩২ মিটার দীর্ঘ ভাসমান এই বইমেলায় রয়েছে বিজ্ঞান, শিল্পকলা, চিকিৎসা, উপন্যাস, আরবি, ইংরেজিসহ বিভিন্ন শিক্ষামূলক বই। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান বইমেলা।


জার্মানিভিত্তিক সংস্থা জিবিএ শিপের অধীনে পরিচালিত হয় এ বই মেলা বিগত পাঁচ দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্তত ৬০টি দেশের ৩৩০ জন স্বেচ্ছাসেবী ক্রু হিসেবে কাজ করছে জাহাজটিতে।


বিভিন্ন দেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে ১৯৭০ সাল থেকে ভাসমান বইমেলা পরিচালনা করছে জিবিএ শিপ। এখন পর্যন্ত দেড়শটিরও বেশি দেশ ভ্রমণ করেছে তাদের ভাসমান বইমেলা। বাহরাইনের খলিফা বিন সালমান পোর্টে ভাসমান এই বইমেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ১৭ জুন পর্যন্ত। জাহাজটির পরবর্তী গন্তব্য তেল সমৃদ্ধ দেশ কাতারে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com