আজ শিল্পকলায় ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:২৪
আজ শিল্পকলায় ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ রবিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে পরিবেশিত হবে, কাব্যনাটক অমবস্যা। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন শোভনময় ভট্টচার্য্য।


আরও পরিবেশিত হবে কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’, রচনা মোকাদ্দেম মোরশেদ ও নির্দেশনায় মিশফাক রাসেল, নৃত্য পরিবেশন করবেন আমন্ত্রিত সংগঠন দি স্কুল অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স নৃত্য পরিচালনায় তরুন চক্রবর্তী।


কাব্যনাটক অমবস্যা ও কাব্যপালা কাঁদে বাংলা কাঁদে মাটিতে অভিনয় করবেন সৈয়দ হোসেন বাবু, হ্যাপী চৌধুরী, প্রসেঞ্জিত বড়ুয়া, মোহাম্মদ খলিল, অজয় চক্রবর্তী, প্রবাল চৌধুরী, নাদিরা ফেরদৌস, জয়া প্রযুক্তা,আনিকা ফেরদৌস, প্রিয়ন্তি দাশ,জারিন বিনতে জসীম, সুহাইলা আফরোজ, অহনা, উদাইশা, ওমর ফারুক, ওয়াসেফা ও আলিনা।


কোরিওগ্রাফি হ্যাপী চৌধুরী, আলোক পরিকল্পনায় আজমল নবীন, আবহ সংগীত পরিকল্পনায় দিদারুল আলম সার্বিক ব্যবস্থাপনায় আলাউদ্দিন ফরহাদ, অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মারওয়া আনজুমানে জান্নাত।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com