নায়ক রুবেলের মৃত্যুর গুজব, সোহেল রানার হুঁশিয়ারি
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৫:৪৭
নায়ক রুবেলের মৃত্যুর গুজব, সোহেল রানার হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘লড়াকু’ খ্যাত চিত্রনায়ক নায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সংবাদটি কেবলই গুজব ও মিথ্যা। তিনি সুস্থ ও ভালো আছেন।এদিকে, রুবেলের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়কের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।


রুবেলকে নিয়ে যারা মিথ্যা ছড়াচ্ছেন, তাদের হুঁশিয়ার করে দিয়ে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে কড়া ভাষায় সতর্ক করেছেন গুজব রটনাকারীদের।


সোহেল রানা তার স্ট্যাটাসে লিখেছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি আবারও এমন ধরনের বাজে কথা কেউ প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


পরে আরেক স্ট্যাটাসে অভিনেতা লেখেন, অমানুষের বাচ্চারা সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যু সংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।


সোহেল রানার এমন পোস্টের পর অনেকে তাকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যারা এ ধরনের খবর প্রচার করেছেন, তাদের প্রতি নিন্দাও জানিয়েছেন।


‘লড়াকু’ প্রসঙ্গত, ১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্ম চিত্রনায়ক রুবেলের। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমা ছিল এ অভিনেতার প্রথম সিনেমা। প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আর এই সিনেমার মাধ্যমেই কুংফু, কারাতে মার্শাল আর্টের অ্যাকশন দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করে।


বাংলা সিনেমায় কুংফু, কারাতে, মার্শাল আর্টের অ্যাকশন তিনিই জনপ্রিয় করেছেন। দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও চলতি বছরে নাম লিখিয়েছেন ওটিটিতে। অভিনয় করেছেন রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com