সম্পর্কের নানা বদল নিয়ে শান্তনু চৌধুরীর বই ‘সম্পর্কসূত্র’
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৭
সম্পর্কের নানা বদল নিয়ে শান্তনু চৌধুরীর বই ‘সম্পর্কসূত্র’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রকাশিত হয়েছে শান্তনু চৌধুরীর নতুন বই ‘সম্পর্কসূত্র’। বইটি পাওয়া যাবে মেলার উদ্যান অংশের আগামী প্রকাশনীর ৩৪ নম্বর প্যাভিলিয়নে। বইটির মুদ্রিত দাম ৫০০টাকা।


বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে চাণক্য মতে, যে ব্যক্তি উৎসবের সময়, বিপদের সময়, দুর্ভিক্ষ দেখা দিলে, শত্রুর সঙ্গে যুদ্ধ হলে, বিচারালয়ে এবং শ্মশানে সর্বদাই সহায় হন তিনিই প্রকৃত বন্ধু। তিনি নিষেধ করেছেন দুজন মানুষকে কখনো না ভুলতে। যিনি বিপদের সময় পাশে ছিলেন আর যিনি ছিলেন না।


নিজের বই সম্পর্কে শান্তনু চৌধুরী বলেন, সময় বদলেছে। বদলেছে সম্পর্কের সূত্রগুলো। প্রকৃতপক্ষে সময়ের সাথে সাথে বদল হতে থাকে আমাদের সম্পর্কগুলো। জীবন আসলে এমনই। বিস্কুটের কৌটার মতো। কেন? মানুষে মানুষে নানা বদল, সম্পর্কের রকমফের, নষ্ট সময়ের নানা কথকতা উঠে এসেছে এই বইয়ে।


বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।


শান্তনু চৌধুরীর লেখালেখির বয়স দু’দশকেরও বেশি। এর আগে তার ৮টি উপন্যাস, একটি গল্প সংকলন, তিনটি সাক্ষাতকার ভিত্তিক বই ও তিনটি সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশ হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com