ঢাকা লিট ফেস্টে একক কবিতার আসরে জয় গোস্বামী
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:৫৮
ঢাকা লিট ফেস্টে একক কবিতার আসরে জয় গোস্বামী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় শুক্রবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় দুই বাংলার স্বনামখ্যাত কবি জয় গোস্বামীর একক কবিতা পড়ার আসর। বাংলাদেশের কবি শামীম রেজার সঞ্চালনায় এই একক কবিতা পড়ার আসরের শুরুতেই প্রায় ৭০ বছর বয়সী কবি প্রণাম জানালেন বাংলাদেশের অভিনয়শিল্পী মোশাররফ করিমের উদ্দেশ্যে, ‘আামি তাঁর অভিনয়ের খুব ভক্ত, তাঁকে আমার প্রণাম।’


শীতের সন্ধ্যা তখন জমে উঠেছে। জয় গোস্বামী শুরু করলেন কবিতাপাঠ। এরপর নাটকীয় ঢঙে কবির কবিতা ও কথা শুনতে শুনতে দর্শক-শ্রোতাও যেন ঘণ্টা দুয়েক ধরে অবগাহন করলেন কাব্যরসের এক অনিন্দ্যধারায়।


আসর শুরু হয়েছিল তাঁর অতি বিখ্যাত ‘হৃদি ভেসে যায় অলকানন্দা জলে’ দিয়ে। কবিতাটি পড়া শেষে এই কবিতা লেখার পেছনের গল্পও পাঠকের সামনে উন্মোচন করলেন কবি, ‘কবিতাটি লিখেছিলাম আলোকানন্দা নামের এক মেয়েকে উদ্দেশ্য করে। কিন্তু মার্ক্সবাদে দীক্ষিত মেয়েটি এই কবিতা তখন পছন্দ করেনি।’


কবির এমন সরল স্বীকারোক্তির পর দর্শক-শ্রোতার করতালিতে যে সময় নজরুল মঞ্চের সামনের উন্মুক্ত স্থানটি মুখর হয়ে উঠেছে, সে সময় তিনি আবার কবি বুদ্ধদেব বসুর একটি লেখার সূত্র ধরে বললেন, ‘কবিরা ভাগ্যবান। কারণ, তারা অজানার উদ্দেশ্যে বলতে পারে। অলোকানন্দা নামের মেয়েটি সেদিন এই কবিতা পছন্দ করেনি। তবে আপনারা আজ কবিতাটি শুনে করতালি দিচ্ছেন। এ জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’


এর মধ্যে মঞ্চে কলকাতার জনপ্রিয় কবি জয় গোস্বামী যখন ‘হাঁস’ নামের কবিতা থেকে ‘এই জন্মে তুমি শীতের দেশের হাঁস’ চরণটি উচ্চারণ করলেন, দর্শক-শ্রোতাদের মনে শীত যেন আরও খানেকটা জেঁকে বসল। জয়ের কবিতা আর কথার আবেশে তাঁরা তো বুঁদ হয়ে ছিলেন আগেই, সন্ধ্যা লাগোয়া ক্ষণে সাড়ে পাঁচটায় ‘মুখোমুখি’ শিরোনামে এই কবির কবিতা সন্ধ্যা যখন শুরু হলো, সেই সময় থেকেই।


কবিতা পড়ার ফাঁকে ফাঁকে এমন করেই নিজের জীবনের নানা ঘটনা উজাড় করে দিচ্ছিলেন জয় গোস্বামী। যেমন তাঁর বহুশ্রুত কবিতা ‘পাগলি, তোমার সঙ্গে’ পড়া শেষে জানালেন এই কবিতা রচনার প্রেক্ষাপটও, ‘এ কবিতা লিখেছিলাম বুবুনকে সঙ্গে নিয়ে কাবেরী (কবির স্ত্রী) যখন আমার সংসারে এসেছিল, তখন। বিবাহবহির্ভূতভাবে আমরা তিন বছর একত্রে বাস করেছি। তারপর বিয়ে করেছি। এই কবিতায় সেই সময় ধরা আছে।’


আলোচনার ফাঁকে জয় গোস্বামী মুখস্থ পড়তে শুরু করলেন বাংলাদেশের দুই অগ্রজ কবি শহীদ কাদরী ও নির্মলেন্দু গুণের কবিতা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘কবিতা পড়ার সময় আমি দুই বাংলাকে আলাদা করে দেখি না।’


অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সঞ্চালক শামীম রেজাকে তার নিজের কবিতা পড়তে বললে শামীম দুটি কবিতা পড়ে শোনান। জয় গোস্বামীর একক কবিতাপাঠের অনুষ্ঠানটি জয় ও শামীমের যুগলবন্দিতে, এপার আর ওপার বাংলার মেলবন্ধনে বর্ণিল হয়ে ওঠে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com