চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে, চালক নিহত
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৪:১৮
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে, চালক নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহযোগী।


২১ মে, মঙ্গলবার সকালে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত কাভার্ডভ্যান চালক মো. উজ্জল ঝিনাইদহ কালীগঞ্জ থানার পূর্ব ভালিয়া ডাংগা গ্রামের বাসিন্দা। আহত সহযোগীর নাম জয়নাল আবেদিন।


ওসি এস এম লোকমান হোসাইন বলেন, সোমবার (২০ মে) রাত ১১টার দিকে চৌদ্দগ্রাম বাতিসা নানকরা এলাকায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত হেলপার জয়নাল আবদীনকে উদ্ধার করে। তবে চালক উজ্জল গাড়িতে আটকে থাকে।


তিনি বলেন, পুলিশের রেকার এনে গাড়িটি উদ্ধারের পর নিহত চালক উজ্জলকে বের করা হয়। আহত জয়নাল আবেদিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক উজ্জ্বলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com