
‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর পালের জীবনপ্রদীপ ৭৬ বছর বয়সে থেমে গেল। সোমবার (২০ মে) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উদয় শঙ্কর। পৌঁছে গিয়েছিলেন ক্যানসারের তৃতীয় ধাপে। সে কারণে মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান অভিনেতা উদয় শঙ্করের অসুস্থতার কথা প্রথম সোশ্যাল মিডিয়াতে জানান পরিচালক অভিজিৎ পাল।
প্রথমে হাওড়ার একটি ক্লিনিকে শুরু হয় চিকিৎসা। কিন্তু ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসা করানোর ক্ষমতা তার ছিল না। পরে অভিনেতা দেবদূত ঘোষ ও পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, বার্ধক্যজনিত কারণে অভিনেতার চিকিৎসায় ঝুঁকি রয়েছে। এরপরেই এলো দুঃসংবাদ।
উদয় শঙ্কর পালের প্রয়াণে টালিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিয়োগান্তক স্ট্যাটাস।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবনে হাতেখড়ি উদয় শঙ্করের। প্রায় তিন দশক নিয়মিত অভিনয় করেছেন মঞ্চে। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অজস্র বাংলা সিনেমায় অভিনয় করলেও অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমা তাকে এনে দেয় বাড়তি পরিচিতি। সিনেমাটিতে তিনি রিকশাওয়ালা আত্মারাম চরিত্রে অভিনয় করেন।
এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’ প্রভৃতি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]