যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:৩০
যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কের জের ধরে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।


সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজয় সাহা (১৯) নামে যাত্রীকে আটক করেছে পুলিশ।


নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


আটককৃত অজয় সাহা হাজীপুর বৌবাজার এলাকার শীতল সাহার ছেলে।


পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইউনূছ প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হয়। সন্ধ্যায় ইজিবাইকে করে অজয়কে নিয়ে তিনি হাজীপুরের বৌবাজার এলাকায় যায়। এসময় অজয়ের সঙ্গে ভারা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে ইউনূছকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অজয়কে আটক করে।


নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/কামাল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com