
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কোন কেন্দ্রে ৩ ঘণ্টায় একটি আবার কোন কেন্দ্রে ১০ টি ভোট পড়েছে।
২১ মে, মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই সব প্রার্থীর এজেন্ট। এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ৩ নং ভোট কক্ষে তিন ঘণ্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
স্থানীয় একাধিক নেতাকর্মীরা জানায়, এখন ধানকাটার ভরা মৌসুম। শ্রমিকের মূল্য ১ হাজার টাকা। মহিলারা বাড়ির কাজ শেষে ভোট দিতে আসবে। দুপুরের পর ভোটার উপস্থিতি অনেকটা বাড়বে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো জানান, কোন কোন প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।
মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোন কোন প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না।
মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২শ ৬৩ ভোট ও মাটিকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১শ ৬৩ ভোট।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]