শিরোনাম
চটজলদি স্মার্ট মেকআপ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১২:০১
চটজলদি স্মার্ট মেকআপ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছুটছে সময়, সঙ্গে ছুটছে জীবন যাত্রাও৷ আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মেকআপ করার সময় কারও নেই৷ তবে নিজেকে তো টিপটপ রাখতেই হবে৷ পর্যাপ্ত ঘুম, খাওয়াদাওয়া আর নিয়মিত পরিচর্যার প্রভাব ত্বকের উপর পড়তে বাধ্য, তার সঙ্গে যথাযথ মেক-আপ হলে তো কথাই নেই! তবে সময়ের অভাবে যদি মেক-আপ নিয়ে চিন্তিত, তাহলে জানিয়ে রাখি আপনার দুচিন্তার দিন শেষ। দরকার শুধু মেক-আপ কিটে কিছু এসেনশিয়াল আইটেমের উপস্থিতি আর কিছু স্মার্ট মেক-আপ টেকনিক রপ্ত করে ফেলা। চটজলদি সেজে আপনিই হয়ে উঠবেন সকলের মধ্যমণি৷ রইল আপনার জন্য কিছু টিপস৷


ফেস মেক-আপ
প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ আর গলা পরিষ্কার করে নিন। এবার ভাল করে টিন্টেড ময়শ্চারাইজার লাগান। হালকা ময়শ্চারাইজার স্মুদ বেস ফিনিশ তৈরি করতে সাহায্য করে। মুখে কোনো দাগ থাকলে কনসিলার ব্যবহার করুন। চোখের তলার কালি ঢাকার জন্যেও কনসিলারের থেকে ভাল অপশন আর কিছু নেই। এরপর ফাউন্ডেশন লাগাতে হবে। তবে ব্লেন্ড করার ঝামেলায় না যেতে চাইলে বিবি অথবা সিসি ক্রিম লাগাতে পারেন। মেক-আপ হয়ে গেলে একটু ফেস পাউডার পাফ করে নিন। একটা ব্রাশ দিয়ে গালের বাইরের দিকে ব্রনজা়র ডাস্ট করে নিন। মনে রাখবেন, মেক-আপ মানেই কিন্তু অত্যধিক সাজ নয়। হালকা মেক-আপেও দারুণ লুক তৈরি করা যায়।


লিপ স্টোরি
সারা মুখে বিশেষ মেক-আপ না করেও নজর কাড়তে পারেন একটা দারুণ শেডের লিপস্টিক দিয়ে। ঠোঁট রাঙিয়ে নিন ট্রেন্ডি লিপ ক্রেয়নে। কোরাল, পার্পলের মতো উজ্জ্বল রঙে আপনার পুরো লুকটাকেই করে তুলবে গ্ল্যামারাস, যার ফলে বাকি মেক-আপ না করলেও চলবে। চোখ বা ঠোঁটের মধ্যে যে কোনো একটা অংশ হাইলাইট করুন। বেশিক্ষণ কভারেজের জন্যে প্রথমে লিপ বাম লাগিয়ে নিন, তার ওপর ম্যাট লিপস্টিক লাগান।


আই মেক-আপ
আগের রাতে যথেষ্ট ঘুম না হলে তার প্রভাব মুখ-চোখে পড়তে বাধ্য। তাই ইনস্ট্যান্ট গ্ল্যামের জন্য চটপট ব্রাইট আই লাইনার লাগিয়ে নিন, এক্সপেরিমেন্ট আপত্তি না থাকলে রঙিন আই লাইনার দারুণ লাগবে। আইলিডের ওপর নিউট্রাল শেডের আইশ্যাডো লাগাতে পারেন। যত্ন করে লিক্যুইড আই লাইনার লাগাতে না পারলে, কোহল পেনসিল ব্যবহার করুন। আই মেক-আপ করতে বসলে মাস্কারা কিন্তু মাস্ট! আর সুন্দর করে শেপ করা আইব্রো কিন্তু আপনার গোটা লুকটাই বদলে দিতে পারে।


হেয়ার স্টাইল
চুলের কথা ভুললে চলবে না কিন্তু! একটা দারুণ হেয়ার-ডু সকলের মধ্যেও আপনাকে করে তুলবে এক্কেবারে আলাদা। এর জন্য আগের দিন রাতে হালকা হাতে মুজবা ক্রিম লাগিয়ে নিন। এবার দুটো বিনুনি করে শুয়ে পড়ুন। সকালবেলা উঠে দেখবেন কেমন সুন্দর সফট কার্লস পেয়ে গেছেন! হাই পনিটেল করে চুল ২-৪ ভাগে ভাগ করে নিন এবার প্রতিটা সেকশন কার্লারের সাহায্যে কার্ল করে নিন। চুলের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলে পনিটেল খুলে ফেলুন। পেয়ে যান অনবদ্য কার্লি হেয়ারস্টাইল! টপ নট করে ফেলুন, সঙ্গে লাগিয়ে নিন মানানসই হেয়ার অ্যাকসেসরি, সময়ও বাঁচল, স্টাইলও হলো!


কুইক বিউটি টিপস
মেক আপের আগে একটা ফেশিয়াল করতে পারলে ভাল। সম্ভব না হলে এক্সফোলিয়েট করতে পারেন বা ফেশিয়াল মাস্কও লাগাতে পারেন। ইলাবোরেট মেক-আপ না করলেও চলবে, শুধু নিজের মুখের সবথেকে সুন্দর অংশটিকে হাইলাইট করুন। আই লাইনার ও মাস্কারা অন্যরকম ভাবে ব্যবহার করে চোখের নতুন শেপ দিতে পারেন, ব্লাশার দিয়ে চিকবোন হাইলাইট করতে পারেন, ব্রাইট নেল কালার ট্রাই করতে পারেন। বহুদিনের ফেলে রাখা ফাউন্ডেশন আর অনেক পুরনো লিপস্টিক দিয়ে মেক-আপ করলে আপনার সাজ খুব একটা খুলবে না। তাই মেক-আপ কিটে ঠিকঠাক জিনিস রাখুন। বিবি ক্রিম, কনসিলার, লিপ কালার, নানা ধরনের ব্রাশ কিন্তু মাস্ট। আর চেষ্টা করুন ভাল ব্র্যান্ডের মেক-আপ প্রোডাক্টস কিনতে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com