
সুন্দর একটা টানা টানা ভ্রুয়ের মধ্যেই যেন লুকিয়ে আছে চোখের আসল সৌন্দর্য। এক জোড়া সুন্দর ভ্রু সাজে পরিপূর্ণতা এনে দিতে পারে। কিন্তু শুধু প্লাক করলেই ভ্রু সুন্দর করা যায় না। তাই তার স্বাস্থ্যের দিকেও নজর রাখাটা জরুরি। কী ভাবে তা করবেন দেখে নিন।
> ভ্রু যদি খুব বেমানান না হয়, তা হলে প্লাক করা এড়িয়ে চলুন।
> মুখের আকৃতি অনুযায়ী আমাদের ভ্রু-র গঠন হয়ে থাকে। তাই প্লাক করলেও লক্ষ্য রাখবেন যাতে খুব একটা ভিন্ন আকারের না হয়ে যায়।
> ভ্রু-র চুলের স্বাস্থ্য বজায় রাখাটাও খুব জরুরি। ভ্রু-র জন্য ব্রাশ কিনতে পাওয়া যায় দোকানে। মাথার চুলের মতো ভ্রু-র চুলও আঁচরাবেন। এতে রক্ত সঞ্চালন ভাল হয়।
> মাঝে মধ্যে ভ্রু-তে নারকেল তেল বা হেয়ার কন্ডিশনার লাগাবেন।
> প্রোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। বায়োটিন, জিঙ্ক যাতে আপনার ডায়েটে থাকে তা নজর রাখবেন।
> কখনই স্থায়ী ভ্রু প্লাক করবেন না। কারণ, পরিণতি হিসাবে খুব কম মহিলাই এতে খুশি হয়েছেন।
> অপ্রয়োজনে ভ্রু-তে মেকআপ করবেন না। ফল বিপরীত হতে পারে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]