শিরোনাম
মাসিক বাজার খরচ কমানোর কিছু কৌশল
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০
মাসিক বাজার খরচ কমানোর কিছু কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমানেদৈনন্দিন জিনিসপত্রের যা দাম তাতে প্রতি মাসের শেষেই হাতে টান পড়ে অনেকের।ফলে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। তারপর আবার কিছুটা সঞ্চয় না করলেই নয়। কিন্তু জীবনযাত্রার খরচের ভারে যেখানে আয়-ব্যয়ের হিসাব মেলানো মুশকিল, সেখানে আবার সঞ্চয়!


তবে হ্যাঁ, একটু হিসেব করে চললে প্রত্যেকেই সঞ্চয় করতে পারেন। অন্তত বাজারের খরচ কমিয়ে সঞ্চয়ী হওয়ার শুরুটা করতে পারেন। ভাবছেন সেটা কীভাবে? এজন্য নিচে রইলো দারুণ কিছু কৌশল-


> প্রয়োজনীয় পণ্যদ্রব্য মাসের প্রথমে এক সঙ্গে কিনে ফেলুন। যেমন এক মাসে কতটুকু চাল, ডাল, দুধ, চিনি, তেল ইত্যাদি লাগে তার হিসেব রাখুন। এই হিসেব মতো প্রতি মাসের শুরুতে এক সঙ্গে সবগুলো পণ্য কিনুন। এতে খরচ অনেকটা কমে আসবে।


> প্রতি বেলা আলাদা আলাদা করে রান্না না করে এক সাথে দু’বেলার রান্না করে ফেলুন। এতে রান্নার উপাদান কম খরচ হবে।


> এমন কিছু দোকান খুঁজে বের করুন যেখানে পণ্য কিছুটা কম দামে কিনতে পাওয়া যায়। এতে সহজেই খরচ কমাতে পারবেন।


> মাংস জাতীয় খাবারের পরিবর্তে ডিম, সবজি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে স্বাস্থ্য ভাল থাকার পাশাপাশি খাবার খরচ কিছুটা হলেও কমে যাবে।


> বাইরে খাবার খাওয়া কমিয়ে দিন। এতে করে খরচও বাঁচবে, আবার স্বাস্থ্যও ভালো থাকবে।


> ক্ষুধার্ত অবস্থায় বাজার করা থেকে বিরত থাকুন। মনস্তত্ববিদদের মতে ক্ষুধার্ত অবস্থায় বাজার করতে গেলে মানুষ কিছু অপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যও কিনে ফেলে।


> মাসকাবারি বাজার করার সময় আপনার শিশুকে সঙ্গে নিয়ে যাবেন না। অনেক সময় তারা বায়না ধরতে পারে এবং তাতে অহেতুক খরচ বাড়বে আপনার।


> ক্রেডিট কার্ড দিয়ে বাজার করা কমিয়ে দিন। সবচেয়ে বেশি ভালো হবে কার্ড দিয়ে একেবারেই বাজার না করা। কেননা, বড় বড় শপিংমলে ছাড়া কার্ড সাপোর্ট করে না। আর শপিংমলগুলোতে সবকিছুর দাম থাকে বেশি।


> শপিং মলগুলোতে প্রায়শই পণ্যের ওপর ছাড় দিয়ে থাকে। ছাড়ের সময় পণ্য কেনার চেষ্টা করুন। এতে খরচ অনেকটা কমে যাবে।


> পণ্য কেনার সময় মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নিন। কাছাকাছি তারিখের পণ্য কেনা থেকে বিরত থাকুন।


> বাজার করতে যাওয়ার আগে কী কী পণ্য কিনবেন তার লিস্ট তৈরি করে ফেলুন। আর লিস্টের সাথে একটি বাজেট প্ল্যান তৈরি করুন। কোন খাতে কত টাকা খরচ হতে পারে তার আনুমানিক একটি হিসেব তৈরি করে নিন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com